আজ যে রাজা, কাল সে-ই হয়ে যেতে পারে পথের ভিখিরি। এটা নির্ভর করে ভাগ্যের ওপর। কিন্তু আজ যে প্রেসিডেন্ট কাল তিনিই হয়ে যাবেন আমজনতা। এটা কিন্তু নিশ্চিভাবেই বলা যায়। কারণ প্রেসিডেন্টদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে তারা আর পদে থাকতে পারেন না। বিশ্বের প্রায় সব দেশে নির্বাচনে জয়ের মাধ্যমে যতবার ইচ্ছা ক্ষমতায় থাকার সুযোগ থাকলেও আমেরিকায় সেটা সম্ভব না। দেশটিতে কোনো প্রেসিডেন্টই দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। এজন্য দেখা যায় যে, প্রবল পরাক্রমশালী প্রেসিডেন্টরাও কয়েক বছরের ব্যবধানে হয়ে যান আমজনতা। বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা যাদের আঙুলের ইশারায় এক সময় চলেছে সারা বিশ্ব। তারাই এখন খুব সাধারণ জীবন যাপন করছেন। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্টরা কে কি সুবিধা পাচ্ছেন, সেটাই একবার দেখে নেওয়া যাক।
#1 অবসর ভাতা
#2 নিরাপত্তার দায়িত্বে সিক্রেট সার্ভিস
#3 সন্তানদের নিরাপত্তা
#4 ভ্রমণ ভাতা
ছুটি কাটানো বা ভ্রমণের জন্যও ভাতা পান সাবেক প্রেসিডেন্টরা। কংগ্রেসের পক্ষ থেকে ২০১৬ সালে ওবামা অবসরে যাওয়ার আগেই তাকে প্রতি বছর দুই লাখ ডলার ভাতা দেয়ার প্রস্তাব করা হয়। তবে সেই বিলে ভেটো দিয়েছিলেন ওবামা নিজেই। কিন্তু সাবেক প্রেসিডেন্টদের ভ্রমণভাতার নিয়মটি এখনও চালু রয়েছে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#5 রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মার্কিন প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সুযোগ পান। সাবেক প্রেসিডেন্টদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য। মার্কিন প্রেসিডেন্ট ও তাদের পরিবারকে আমেরিকান আইকন মনে করা হয়। কোনো প্রেসিডেন্ট বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে তাদের পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়। এই অন্ত্যোষ্টিক্রিয়া সাত থেকে দশ দিন পর্যন্ত চলতে পারে। এতে তিন ধাপে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃত প্রেসিডেন্ট পরিবার ‘টুয়েন্টি ওয়ান গান স্যালুট’ পেয়ে থাকেন।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings