in

আমাদের শরীরের অদ্ভুত কিছু তথ্য।

মানব শরীর – আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার সৃজনশীলতার অপূর্ব বহিঃপ্রকাশ 

মানব শরীর হলো বিরাট এক রহস্যের আধার। আপনি আমি আমাদের শরীর সম্পর্কে কতটুকু জানি? সৃষ্টিকর্তা যে নিপুন হাতে আমাদের সৃষ্টি করেছেন, যে কলাকৌশল আমাদের শরীরকে প্রত্যহ চালিয়ে নিয়ে যাচ্ছে এর সত্যিকারের মর্মার্থ আমার আপনার ক্ষুদ্র মস্তিষ্কের কল্পনার বাইরে। আমাদের শরীর নিয়ে গবেষণার কোনো শেষ নেই। কেয়ামত পর্যন্ত এর সম্পূর্ণ মর্মার্থ উদ্ধার করতে পারবেনা কেউ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কুদরত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

>আমাদের চোখের কর্ণিয়া শরীরের একমাত্র অঙ্গ যেখানে কোনো ব্লাড সাপ্লাই নাই। সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে এর কার্যক্রম পরিচালনা করে।

> আমাদের শরীরের গড়ে যতটুকু ফ্যাট আছে তা দিয়ে মিডিয়াম সাইজের ৭ টি সাবান বানানো সম্ভব।

> আমাদের হার্ট শরীরের বাইরে থাকা অবস্থায়ও কিছুক্ষণের জন্য বিট করতে পারে।

> সাধারণ কংক্রিটের চেয়ে আমাদের হাড় চারগুণ বেশি শক্ত।

> আমরা আমাদের জীবদ্দশায় যে পরিমাণ লালা উৎপাদন করি তা দিয়ে মোটামুটি সাইজের ২ টি সুইমিং পুল বানানো যাবে।

> আমাদের নাক ৫০০০০ এর বেশি ভিন্ন-ভিন্ন গন্ধ অনুভব করতে পারে।

>আমাদের হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলের চেয়ে ৪ গুণ দ্রুত বাড়ে।

> আপনার শরীরে কয়টি হাড় আছে? হ্যা ঠিক ধরেছেন – ২০৬ টি।  কিন্ত আপনি জন্মেছিলেন ৩০০ টি হাড় নিয়ে!

> আমরা গড়ে প্রতিদিন ৫০০ মিঃলিঃ থুথু উৎপাদন করে থাকি।

> আমাদের রক্ত যতটুকু নোনতা, সাগরের পানিও ঠিক একই রকম লবনাক্ত। মানে লবন আর পানির অনুপাত দু জায়গাতেই আশ্চর্যরকম ভাবে মিল।

> আমাদের হার্ট আমাদের সবচেয়ে ভালোবাসার বস্ত। কীভাবে? আমরা যখন লজ্জায় লাল হয়ে যাই, হার্টের ভেতরেও তখন বিজ্ঞানীরা একই রকম অবস্থার অস্তিত্ব পেয়েছেন।

> নতুন জন্ম নেওয়া বাচ্চা ৭ মাস পর্যন্ত একইসাথে শ্বাস নিতে পারে এবং খাবার গলাধঃকরণ করতে পারে।

> আমাদের হার্ট জীবদ্দশায় গড়ে ১৮২ মিলিয়ন লিটার রক্ত পাম্প করে।

> প্রতি মুহূর্তে আমাদের শরীরে ৫০০০০ কোষ মারা গিয়ে সেখানে একই পরিমাণ কোষ সৃষ্টি হচ্ছে।

> আমাদের শরীরে যত রক্তনালী আছে তা সব মিলিয়ে ১ লাখ কিলোমিটার এর সমান।

> আমাদের শরীরে ৭০০ এনজাইম রাসায়নিকভাবে কার্যকর রয়েছে।

> পৃথিবীতে জন্মগত ভাবে ৭% লোক বা হাতি।

> আপনি যদি দেয়ালে আপনার মাথা আঘাত করেন তাহলে প্রতি ঘন্টায় ১৫০ ক্যালরি হারাবেন। তবে সাবধান, ওজন কমাতে আবার এই পদ্ধতি ব্যবহার করবেন্না। 

> আমাদের যাদের চোখ জন্মগত ভাবে নীল তারা অন্যান্য যেকারো চেয়ে যন্ত্রণা/ব্যথা বেশি অনুভব করে।

> আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রয়া সংঘটিত হয়।

> আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হলো আমাদের জিহবা। 

> জন্মের সময় আমাদের মস্তিষ্কে ১৪ বিলিয়ন কোষ থাকে যা ২৫ বছর পর্যন্ত একই থাকে। তারপর গড়ে প্রতিদিন  ১ লাখ করে কোষ কমতে থাকে। ৫০ বছরের পরে আমাদের মস্তিষ্ক ছোট হতে শুরু করে।

>একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে ২৩ হাজার বার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

> আমরা যখন হাসি তখন একইসাথে ১৭ টি পেশি কাজ করে।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

গুগলের আপডেট পাবেন পুরানো হুয়াওয়ে গ্রাহকরা।

অধভুত , কিংভুত