in ,

আবার স্কুল বন্ধ হচ্ছে ইতালিতে ।

ইতালি সরকার আবার স্কুল বন্ধ করতে যাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় । স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে । এই সিদ্ধান্ত নেওয়া হলো দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি করোনার নতুন ধরন (স্ট্রেইন) সম্পর্কে সতর্ক করার পর ।

রোম ও মিলানসহ দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট জানায় বিবিসি । কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য-সংক্রান্ত ও জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে খ্রিষ্টানদের অন্যতম উৎসব ইস্টার সানডের ছুটিতে করোনার সংক্রমণ রোধে আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে সবকিছুই বন্ধ থাকবে । এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে ইস্টার সানডের ছুটিতে করোনার সংক্রমণের উচ্চঝুঁকির কারণে ‘রেড জোনে’ থাকবে পুরো দেশ ।

মারিও দ্রাঘি বলেন ‘বিধিনিষেধের কারণে প্রভাব পড়বে আপনার সন্তানদের পড়াশোনা, অর্থনীতি ও প্রত্যেকের মানসিক স্বাস্থ্যের ওপর । কিন্তু এগুলো প্রয়োজন পরিস্থিতির আরও অবনতি এড়ানোর জন্য । ইতালিতে সংক্রমণ বাড়ছে । সংক্রমণ বেড়েই চলেছে ছয় সপ্তাহ ধরে । এর মধ্যে কোনো কোনো দিন ২৫ হাজারও পেরিয়েছে সংক্রমণ ।

ইতালিতে ১ লাখের বেশি মানুষ মারা গেছেন করোনা সংক্রমণের পর । মৃতের এ সংখ্যা দ্বিতীয় ইউরোপে যুক্তরাজ্যের পর । এখন পর্যন্ত ৩২ লাখ মানুষ ইতালিতে করোনা শনাক্ত হয়েছেন। পোল্যান্ডেও দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দেশটিতে ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন গত শুক্রবার ।গত বছরের নভেম্বরের পর আক্রান্তের সংখ্যা দেশটিতে সর্বোচ্চ। শিশুদের মধ্যেও করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ বাড়ছে জার্মানিতে । তিন মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ফ্রান্সে । দেশটিতে আক্রান্তের সংখ্যা দিনে ৪ হাজার অতিক্রম করেছে ।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

নায়িক আর মডেল স্বর্ণা ধরা পরলেন

মাস্ক পরতে বলায় দুই নারী উবারচালককে হেনস্তা করলেন ।