in

আট বছর পর দেশে ফিরলেন বেবী নাজনীন, যা জানালেন!

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ আট বছর পর দেশে ফিরেছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন।

রোববার (১০ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন বেবী।

বিএনপির একদল কর্মী স্লোগানে স্লোগানে গায়িকাকে স্বাগত জানালেও তাদের কারও হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমে বেবী নাজনীন বলেন, ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট।

রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব।

গায়িকা বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভাইবোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার পাশাপাশি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন।

বেবী নাজনীন বলেন, আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্রজনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকতে হবে সাবাইকে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ার আরোগ্য ও তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবী নাজনীনের সংগীত জীবন। বাংলাদেশ বেতার, টিভি ও মঞ্চ, কোনও মাধ্যমেই গায়িকা স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। 

আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবী নাজনীন সবসময়ই সমাদৃত। ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনও বাধা আসেনি, বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ব্লাক ডায়মন্ড বেবী নাজনীন।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিরী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভূক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Sultana

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

রমজানে খেজুর-পেঁয়াজ-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা

যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক