গতকাল ০৫ এপ্রিল ২০২৫ইং তারিখ শনিবার দুপুর ০২ টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা বিমানবন্দর মহাসড়ক আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ঢাকাগামী দূরপাল্লার আন্তঃজেলা বাস তল্লাশি করে ।
এ সময় ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণ টিকেটের মূল্যের চাইতে অতিরিক্ত ভাড়া আদায় করা গাড়ি সৌখিন এন্টারপ্রাইজ, লিমন এক্সপ্রেস, ইউনিটি পরিবহন ও দেশ ট্রাভেলসহ মোট ৬টি বাস শনাক্ত করে আনুমানিক ১০,০০০( দশ হাজার) টাকা অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের নিকট ফেরত দেওয়া হয়|
এ ছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাস মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয় ।
নিম্ন আয়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে উত্তরা এলাকায় ঈদের আগ থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা সুত্রে জানা যায়, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত ও গন্তব্য নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings