অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারে জেলা এসপি এবিএম মাসুদ হোসেন ও হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, গতকাল সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) থেকে তাদের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিত করতে নির্দেশ দিয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠি ইস্যু করার দিন থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে স্থগিত করা হিসাবগুলোর নাম, নম্বর, স্থিতি ও এ সংক্রান্ত সকল তথ্যাদি পাঠাতে বলা হয়েছে।
যে ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত করা ও তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- কক্সবাজারের এসপি মাসুদ হোসেন, ওসি প্রদীপ কুমার দাশ, বাংলা সিনেমার খল অভিনেতা ইলিয়াস কোবরা, চুমকী কারান, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ, এসআই লিয়াকত আলী ও দিলীপ।
এ বিষয়ে বিএফআইইউয়ের প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেন, বিএফআইইউর বিধি অনুযায়ী সরকারি সংস্থা বা গণমাধ্যমের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যাপারে তথ্যের জন্য ইউনিট তাদের ব্যাংক হিসাব তলব, স্থগিত করাসহ অন্য যেকোনো কিছুই চাইতে পারে। তবে চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নানা নাটকীয়তার শেষে তাদের অবশেষে মঙ্গলবার রিমান্ডে নেয়া হয়েছে ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে। এই তিনজনই সিনহা হত্যার প্রধান আসামি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings