১১ মার্চ, বিবিসি , এএফপি: রাশিয়ায় বৃহত্তম ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরবে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক শুরু হয়েছে। জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিতে জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকের নেতৃত্বে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল জেদ্দায় অবস্থান করছেন। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও গত সোমবার সৌদি আরব পৌঁছেছেন। যদিও মূল আলোচনায় তিনি উপস্থিত থাকবেন না বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দলও ইতোমধ্যে জেদ্দায় পৌঁছেছেন, যাদের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনা শুরু হওয়ার আগেই ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করছেন মার্কিন কূটনীতিকরা। গত সোমবার সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমি বলছি না যে, এটাই যথেষ্ট। কিন্তু সংঘাতের অবসান ঘটানোর জন্য এ ধরনের ছাড় দেওয়ার মানসিকতা দরকার ছিল।’
গতকাল মঙ্গলবারের আলোচনায় কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নৌ ও আকাশপথে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হতে পারে বলে বার্তাসংস্থাকে জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। যদিও এ ধরনের আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে রাশিয়া। তাদের মতে, এরকম চুক্তির মাধ্যমে যুদ্ধে ইউক্রেন নিজের পরাজয় ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে।
যুদ্ধবিরতির আলোচনাকে সামনে রেখে গতকাল সোমবার জেদ্দায় পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। তবে মঙ্গলবারের মূল আলোচনায় তার অংশগ্রহণ আশা করা হচ্ছে না। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে নিজের একটি ভিডিও বার্তায় জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, মঙ্গলবারের আলোচনার মাধ্যমে একটি ‘বাস্তবভিত্তিক ফলাফল’ বের হয়ে আসবে। তিনি এটাও জানিয়েছেন যে, যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনের অবস্থান ‘একেবারে গঠনমূলক’।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings