মোবাইল ফোনটা ছাড়া এক মুহূর্তও কি চলে? দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল যেন প্রতিদিনের জীবনের অন্যতম অংশ। ভার্চুয়াল দুনিয়া বলে কথা! কিন্তু জীবনের অংশ হয়ে উঠা সেই মোবাইল ফোনটিও কখনও কখনও বিরক্তির কারণ হয়ে উঠে। বিশেষত চার্জ নিয়ে। অনেকে পাওয়ার ব্যাংক সাথে রাখেন। তাতেও দুপুর গড়ানোর আগেই চার্জ কমে আসে। সেক্ষেত্রে উপায়?
আসুন জেনে নিই, ফোনে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার কিছু টিপস-
১. নতুন মোবাইল কিনে প্রথমেই ফোন বন্ধ করে ৮ থেকে ১০ ঘণ্টা চার্জ দিন। মাঝে যেন চার্জ দেয়া বন্ধ না হয়।
২. খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ভাইব্রেশন মুডে রাখবেন না। ভাইব্রেশন মুডে রাখার কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়।
৩. লম্বা সময় ধরে মোবাইলে ভিডিও দেখবেন না কিংবা গেম খেলবেন না।
৪. মোবাইল ব্যবহারের সময় অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ রাখুন।
৫. ব্যাটারির দিকে সবসময় খেয়াল রাখুন। দেখুন, কোন অ্যাপ ব্যবহারে বেশি ব্যাটারি ক্ষয় হচ্ছে।
৬. ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, টেথারিং, ডেটা কানেকশন প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন।
৭. জোনের ডিসপ্লে ব্রাইটনেস যতটা সম্ভব কমিয়ে রাখুন। ডিসপ্লে টাইম আউটও যথাসম্ভব কমিয়ে রাখুন।
৮. প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকুন।
GIPHY App Key not set. Please check settings