চলতি মাসেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন হরর সিনেমা ‘এমথ্রিগান ২.০’। মুক্তির আগেই সিনেমাটি হলিউড বক্স অফিসে দাপট দেখানোর আভাস দিচ্ছে। এবারের গ্রীষ্মে একাধিক হরর সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং ‘এমথ্রিগান’-এর এই সিক্যুয়েলও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এমথ্রিগান’ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে নির্মিত, যে ধীরে ধীরে আত্মচেতনা অর্জন করে এবং নিজের প্রিয় মানুষের কাছ থেকে অন্য কাউকে যে কোনো উপায়ে দূরে রাখতে চায়। সে সময় হররপ্রেমীদের মধ্যে মুভিটি দারুণ আলোড়ন তোলে।
তিন বছর পর এবার আসছে এর সিক্যুয়েল ‘এমথ্রিগান ২.০’। আগের মতো এবারও এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেরার্ড জনস্টোন এবং অভিনয়ে ফিরেছেন অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্র, অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস।
বক্স অফিস প্রোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় আনুমানিক ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এ আয় প্রথম সিনেমার উদ্বোধনী আয়ের (৩০.৪ মিলিয়ন ডলার) কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings