টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগমনের জন্য তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমির মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে এ-সংক্রান্ত এক চিঠি পাঠান তিনি।
চিঠিতে তিনি বলেন, মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে আগমন নিশ্চিত হলে কমপক্ষে ২০ হাজার বিদেশি অতিথি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদের মধ্যে প্রায় ২/৩ হাজার আরব দেশের রাজ পরিবারের সদস্যও থাকবেন।
তিনি আরও বলেন, গত ৮ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সাদ কান্ধলভীকে বিশ্ব ইজতেমায় আসতে না দিয়ে বাংলাদেশের মান সম্মানের অপূরণীয় ক্ষতি করেছে।
প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠিতে মুফতি ইজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, আশা করি, আপনি দেশের মান-সম্মান ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করে সমস্ত মুসলিম উম্মাহর প্রশংসা অর্জন করবেন।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings