বাংলাদেশের গ্রামাঞ্চলের অন্যতম আয়ের উৎস হলো নারকেল গাছ। এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। আমরা সাধারণৎ যে ধরণের নারকেল গাছ দেখতে অভ্যস্ত সেটা হয় বিশালাকারের। বছরে ৫০-৬০টি ফল দেয় এই গাছ। অথচ ভিয়েতনামে চাষ হচ্ছে এমন নারকেল গাছের যার উচ্চতা সর্বসাকল্যে দুই থেকে আড়াই ফুট। বছরে তিন থেকে চারবার গাছে ফুল আসে। ফলনের পরিমাণ আমাদের দেশীয় জাতের থেকে প্রায় তিনগুণ। উপযুক্ত পরিচর্যা করলে প্রতি বছর প্রায় ২০০-২৫০ টি নারিকেল পাওয়া যাচ্ছে এই গাছ থেকে। একটি গাছ বাঁচে ২০ থেকে ২৫ বছর। খাটো জাতের ভিয়েতনামের ডাবে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। সাধারণত সব ধরনের মাটিতে খাটো জাতের নারিকেল গাছ লাগানো যায়। তা ছাড়া এ জাতের গাছ লবণাক্ততা অনেক বেশি সহ্য করতে পারে। গাছ খাটো হওয়ায় পরিচর্যাও অনেক সহজ।
আশার কথা হলো, বর্তমানে বাংলাদেশেই চাষ হচ্ছে এই অদ্ভুত গাছ। এই গাছের উৎপাদন পদ্ধতিও অনেক সহজ। সব ধরনের মাটি এই নারিকেল গাছ চাষের জন্য উপযোগী। সারা বছরই এই গাছ লাগানো যায়। তবে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই চারা রোপনের আদর্শ সময়। একটু পরিচর্যা করলে আপনার বাড়ির আঙিনাতেও বেড়ে উঠতে পারবে এই অদ্ভুত গাছ।
https://www.youtube.com/watch?v=H52gjzmS-nY
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings