ভারতের বেঙ্গালুরুতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। ধর্ষণ ও ব্ল্যাকমেইলের দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই) জানিয়েছে, ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেছেন তারা।
পুলিশের কাছে করা মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র। তিনি পদার্থবিদ্যা পড়ান। অপরজন সন্দ্বীপ। তিনি জীববিজ্ঞান পড়ান। আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ছাত্রীটি পড়াশোনা করেন।
এরমধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন।
এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীর কাছে যান এবং তাকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীটি বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে তাকে ধর্ষণ করেন।
এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।
এমন ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার ছাত্রীটি তার বাবা-মাকে ঘটনা জানায়। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত ওই তিন ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings