পাকিস্তান-ভারত মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আকস্মিক ভারত সফরের একদিন পর পাকিস্তানে গেলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (৯ মে) সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে এসেছেন। এই সফরের লক্ষ্য, ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমন করা।
এর আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে ভারতে আকস্মিক সফর করেছেন আল-জুবায়ের।
দীর্ঘদিন ধরে বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত আক্রমণ বেড়েছে। এ অবস্থায় আঞ্চলিক নেতারা যখন আহ্বান জানাচ্ছেন, তখন আদেল আল-জুবায়েরের এসব আকস্মিক সফর অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানে পূর্ণমাত্রার যুদ্ধ হলে পরিণতি কী হবে
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র সিএনএনকে জানিয়েছে, বুধবার ভোরে ভারতের প্রাথমিক আক্রমণের সম্ভাব্য প্রতিক্রিয়ার আগে ইসলামাবাদ ‘কূটনীতির জন্য সুযোগ দিচ্ছে’।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় রাষ্ট্রগুলো সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য প্রাথমিকভাবে এগিয়ে এসেছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings