in ,

বাংলার প্রথম থ্রিডিতে জয়া

বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ (শুক্রবার)। আর বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর এর আয়োজন করা হয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই  বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। সেই চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

সিনেমায় জয়া আহসান ও আহমেদ রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

এ সিনেমার শুটিং শেষ হয়েছে ২০২০ সালের শুরুতে। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। গত ডিসেম্বরেই সেন্সর ছাড়পত্র পায় এই থ্রিডি চলচ্চিত্রটি।

https://youtube.com/watch?v=R064VkZAJ3g

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

সারাদেশে লকডাউনসহ ১২ প্রস্তাব স্বাস্থ্য অধিদফতরের

স্মার্টফোনের গতি বাড়ানোর ১০ উপায়