সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ওই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নির্বাচন অফিসার মো. মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম।
জানা গেছে, গত সোমবার নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে। এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গতকাল মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে জাতীয় পরিচয় তৈরিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি চলছিল স্থানীয় নির্বাচন অফিসে। বিশেষ করে প্রবাসী ভোটারদের কাছ থেকে মোটা অংকের অর্থ লুটে নেওয়া হচ্ছিল। এছাড়া একটি সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুটপাটের এই মহোৎসব চলছিল।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘জাতীয় পরিচয়পত্র জালিয়াতির এই চাঞ্চল্যকর ঘটনায় নির্বাচন অফিসার মো. মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল মঙ্গলবার রাতে যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।’
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings