কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার এই বৈঠকটি অনুষ্ঠিতহবে।
ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক এজেন্ডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ আল-খুলাইফি এক সাক্ষাৎকারে বলেন, শেখ তামিম বিন হামাদ আল সানি সিরিয়া, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর বৈঠকের সাইডলাইনে সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে, রাশিয়ান নেতা মস্কো ও দোহার মধ্যে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভিত্তি, বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি ও ক্রমবর্ধমান বাণিজ্যের দিকে ইঙ্গিত করেন।
কাতারের আমির বলেন, তার দেশ রাশিয়ার সহযোগিতার প্রশংসা করে।
এ ছাড়াও, উভয় রাষ্ট্রপ্রধান ফোনে যোগাযোগ করেছেন। ২১ মার্চ টেলিফোনে এক কথোপকথনে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, বিনিয়োগ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন এবং গাজা ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings