রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস গ্রীনওয়ে এলাকার নিজ বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৌমিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামের ইন্দ্রজিত পালের মেয়ে। বর্তমানে মগবাজার এলাকায় থাকতেন। মৌমিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর ছোট বোন মৃদুলা পাল বলেন, ‘আমাদের মা অনেক আগেই মারা গেছেন। ঢাকায় বাবার সাথে মগবাজারের বাসায় আমরা দুইবোন বসবাস করি। চট্টগ্রামের একটি ছেলের সাথে আমার দিদির প্রেমের সম্পর্ক ছিল। গত ২-৩ দিন যাবত ওই ছেলের সাথে দিদির সম্পর্ক ভালো যাচ্ছিল না। দিদি প্রায় সময়ই আনমনা হয়ে থাকতেন। গতরাতে রাতে খাবারের জন্য দিদিকে অনেক ডাকাডাকি করেও দিদি তার রুমের দরজা খোলেননি। পরে বিষয়টি আমাদের বাবার ম্যানেজার মেহেদী হাসানকে জানান। তিনি ধানমন্ডির বাসা থেকে আমাদের বাসায় এসে দিদিকে অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি দিদি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার দিদি আর বেঁচে নেই।’
চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings