ত্বকের ক্যান্সারের লক্ষণের কথা বললে অনেকেই বোঝেন শরীরের তিল। কারণ তিলের যেকোনো পরিবর্তন হলো ত্বকের ক্যান্সারের অন্যতম প্রধান উপসর্গ। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার নখও ক্যান্সারের লক্ষণ প্রকাশ করতে পারে।bd news
সাবুনগুয়াল মেলানোমা বা নেইল মেলানোমা হলো একটি ত্বকের ক্যান্সার। এ ক্যান্সারটি নখের নিচে হয়ে থাকে। মেলানোমায় আক্রান্ত ০.৭-৩.৫ শতাংশ রোগীর ত্বকের ক্যান্সার হলো নেইল মেলানোমা।
আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির প্রতিবেদন অনুযায়ী, নেইল মেলানোমা একটি বিরল ক্যান্সার হলেও এ রোগের লক্ষণগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ।
নখের নিচে কালো বা বাদামী রেখা দিলে হতে পারে নেইল মেলানোমার একটি প্রধান লক্ষণ। ব্ল্যাক ব্যান্ড বা কালো রেখাই নেইল মেলানোমার একমাত্র উপসর্গ নয়। নেইল মেলানোমার অন্যান্য লক্ষণগুলো হলো নখের চারপাশে কালো ত্বক, নখ ভেঙে যাওয়ার প্রবণতা এবং নখের নিচে রক্ত বা পুঁজ।
GIPHY App Key not set. Please check settings