বিদেশি পরিচয়ে ফেসবুকে বন্ধু সেজে উপহার হিসেবে ‘বিপুল পরিমাণ’ ইউএস ডলার পাঠানোর কথা বলে একজনের কাছ থেকে প্রায় পৌনে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
ওই চক্রের চারজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, তাঁরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ নানা মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৮৮ লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম ওরফে আরিফ (৩২), ওমর ফারুক ওরফে রনি (৪০), আনিছুর রহমান (২৬) ও শহিদুল ইসলাম ওরফে সোহেল (৩৬)।
মঙ্গলবার ঢাকার মানিকদী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারকেরা টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন জানিয়ে সিআইডি কর্মকর্তা ওমর ফারুক বলেন, তাঁরা আতিকুর রহমান ছাড়াও বেশ কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে যৌথ ব্যবসার মূলধন সংগ্রহ এবং বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে মতিঝিল ও লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানান ওমর ফারুক।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings