যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের প্রচারণা শিবির গতকাল বৃহস্পতিবার বাইডেনের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, নির্বাচনের জয়ের পর টেলিফোনে ট্রাম্পকে অভিনন্দন জানান বাইডেন। এ সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে হোয়াইট হাউজেও আমন্ত্রণ জানান তিনি।
ট্রাম্পের প্রচারণা দলের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ট্রাম্প এই বৈঠকে অংশ নিতে উন্মুখ হয়ে আছেন। শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐতিহ্যের অংশ।
GIPHY App Key not set. Please check settings