in

জানাযার নামাজের দোয়া, নিয়ম, নিয়ত ও ফজিলত

জানাযার নামাজের দোয়া, নিয়ম, নিয়ত ও ফজিলত

আমরা যারা মুসলমান আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ্ব যাকাত সৎকা ইত্যাদি দিয়ে থাকি অথবা করেছে

আমরা নামায বিশেষ করে যেহেতু প্রতিদিন পড়ি সেহেতু দোয়া নিয়ত এগুলো আমাদের মনে থাকে এবং নামাজ আদায় করতে সমস্যা হয় না

আমরা নামায বিশেষ করে যেহেতু প্রতিদিন পড়ি সেহেতু দোয়া নিয়ত এগুলো আমাদের মনে থাকে এবং নামাজ আদায় করতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা হয় যখন আমরা ইসলামে এমন কাজগুলো করি যেগুলা সচরাচর আমরা করি না যেমন প্রথমবার হজ

আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয় যে বিষয়টি সেটি হল জানাজা নামাজ।  আমি জানি নামাজের পরে কোন এনাউন্সমেন্ট যখন বলা হয় আজকে নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে তখন নামাজ শেষে আমি জানাযা পড়ার জন্যে উঠে দাঁড়ায় এবং লজ্জায় মাথা নিচু করে থাকি কেননা জানাযার নিয়ম গুলা আমার মনে থাকে না এবং প্রত্যেকবার আমি বলি, ভাবি এইবার বাসায় গিয়ে জানাযার নিয়ম গুলা শিখে নিব কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এটা আর শেখা হয় না এবং আবার পুনরাবৃত্তি ঘটে

তাই আজকে চিন্তা করলাম যেভাবেই হোক আজকে ওয়েবসাইটে এই বিষয়টি লিখে শিখে নেব যাতে আগামীতে জানাজায় নামাজে আমাকে আর মাথা নিচু করে লজ্জা পেতে না হয় এবং আপনারা শিখে নেবেন

জানাজার নামাজের পরে মোনাজাত বাতুয়া করা হয়না শ্বসন শিখেনি নামাজের নিয়ম কোন নামাজ জানাজার

প্রথম তাকবিরের পর ছানা পাঠ।

সুবহানাকাল্লহুম্মা ওয়াবিহা’মদিকা, ওয়াতাবা-রকাসমুকা, ওয়াতাআ’লা জাদ্দুকা, ওয়াজাল্লাছানা-উকা, ওয়ালা ইলাহা গয়রুক।

দ্বিতীয় তাকবিরের পর দরুদ পাঠ।

আল্লাহুম্মা সল্লিআ’লা মুহাম্মাদিও ওয়া-আ’লা আলি মুহা’ম্মাদ,
কামা সল্লাইতা আ’লা ইবরহিমা ওয়া-আ’লা আলি ইবরহিমা, ইন্নাকা হামিদুম্মাজীদ।
আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিও ওয়া-আ’লা আলি মুহাম্মাদ,
কামা বারকতা আলা ইবরহিমা ওয়া-আ’লা আলি ইবরাহিম, ইন্নাকা হামীদুম্মাজীদ।

তৃতীয় তাকবিরের পর জানাজার দোয়া পাঠ।

প্রাপ্ত বয়স্ক

আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকিরিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আ’লাল ইসলাম। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আ’লাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আঝরাহ ওয়া লা তুদিল্লানা বাআ’দা।

“হে আল্লাহ্‌! আপনি আমাদের জীবিত-মৃত, উপস্থিত অনুপসি’ত, ছোট ও বড় নর ও নারীদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ্‌! আমাদের মাঝে যাদের আপনি জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন, এবং যাদেরকে মৃত্যু দান করেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ্‌! আমাদেরকে তার ছওয়াব হতে বঞ্চিত করবেন না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথ ভ্রষ্ট করবেন না।”

অপ্রাপ্ত বয়স্ক বালক

আল্লাহুম্মাজআলহু লানা ফারাতঁও ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহু লানা শা-ফিআও ওয়া মুশাফ্ফাআ।

হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

অপ্রাপ্ত বয়স্ক বালিকার

আল্লাহুম্মাজআলহু লানা ফারাতঁও ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহু লানা শা-ফিআও ওয়া মুশাফ্ফাআ।

হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

চতুর্থ তাকবিরের পর সালাম ফেরানো।

জানাযার নামাজে রুকু, সিজদা নেই।

এখানেই শেষ

এখন বুঝতে পারছেন আমার লেখা এই পর্যন্তই শেষ এখন মুখস্থ পালা আর আশাকরি আপনারাও আজকে এইটা পড়ার পর মুখস্ত করে নিবেন এবং জানাজায় দাঁড়িয়ে আর মাথা নিচু করে থাকবেন না যেমনটি আমি থাকছিলাম

আমার লজ্জা করে মাথা নিছু করার একটি কারণ ছিল আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং সেইদিন হয়তো আমার জানা যায় অনেক লোক থাকবে যারা জানাযার নিয়ম জানবেনা হয়তো এতে কোন মৃত ব্যক্তির সমস্যা হবে না তবে আমি চাই আমার জানা যায় প্রত্যেকটি ব্যক্তি সঠিকভাবে সেই জানাজার নামাজ টি পালন করুক এবং এটাই হোক আমাদের সকলের ইচ্ছা এবং প্রচেষ্টা সবাইকে ধন্যবাদ

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

প্রশ্ন যেগুলো আর কোনো উত্তর দেয়নি বাইবেল

সুন্দরবনে ছবি