চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে একটি মহড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দেশ দুটির যেকোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আমেরিকার টিভি চ্যানেল ‘সিএনএন’ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। এছাড়া বিশ্বব্যাপী আমেরিকার চলমান সামরিক তৎপরতাও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সিএনএন’র খবরে আরো বলা হয়েছে, সম্ভাব্য মহড়ার নেতৃত্ব থাকবেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই মহড়া পর্যবেক্ষণ করবেন।
চীন ও রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরণ ও ব্যাপ্তি সংক্রান্ত কোনও খবর প্রচার করা হবে না এবং কেউ তা জানতেও পারবে না।
GIPHY App Key not set. Please check settings