১৩ জানুয়ারি, ফক্স নিউজ, সিএনএন, এএফপি, রয়টার্স: ইসরাইল ও হামাসকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। রোববার দিবাগত রাতে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে গত সোমবার জানিয়েছেন এক কর্মকর্তা।
কাতারের দোহায় এই আলোচনা হচ্ছে। আলোচনায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী এবং ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। একজন কর্মকর্তা বলেছেন, চুক্তিটি যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ইসরাইলী সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলী ও হামাস প্রতিনিধি দল এই খসড়া পেয়েছে। তবে ইসরাইল, হামাস বা কাতার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এক ইসরাইলী কর্মকর্তা বলেছেন, হামাস সাড়া দিলে কয়েক দিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও চুক্তি চূড়ান্তে জোর দিচ্ছেন।
অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings