কানাডায় পরিচিত ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। আর ছেলেমেয়ে রয়েছে মোট ১৫০ জন। সব চেয়ে মজার বিষয় হল বিশাল এই পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না, সবাই একই বাড়িতে থাকেন।
ওই পরিবারের সদস্য ১৯ বছরের মার্লিন ব্ল্যাকমোর সম্প্রতি নিজের এই বিশাল পরিবাররে কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কার জন্মদিনে কীভাবে উৎসব হয় তাদের বাড়িতে, এতো সংখ্যক ভাইবোনের সঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে থাকা নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন মার্লিন।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে তার বিশাল পরিবারের সঙ্গে থাকেন মার্লিন। তিনি ছাড়াও তার দুই ভাই মুরারি এবং ওয়ারেনও নিজেদের পরিবারের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এতো জনের সঙ্গে থাকা যেমন মজার, তেমনই অস্বস্তির। ওই তিন জনের পোস্টে উঠে এসেছে সেই বিষয়টিও।
মার্লিন জানান, ১৫০ জন ভাইবোনের মধ্যে সব থেকে বড় জনের বয়স ৪৪ বছর। সব থেকে ছোট জনের বয়স এক বছর। প্রত্যেকে তাদের গর্ভধারিণী মাকে মাম বলে ডাকেন। বাকি সৎ মায়েদের ডাকেন মাদার বলে। একই দিনে একাধিক মায়ের সন্তান প্রসবের ঘটনাও এই বাড়িতে রয়েছে।
মার্লিন আরো জানান, ভাইবোনেরা একই স্কুলে পড়ে। সেই স্কুলের মালিক তার বাবা উইনস্টোন। অস্বাভাবিক বড় পরিবারে নিজের ভাই-বোনদের সামলাতে সামলাতে বাইরের কারো সঙ্গে তাদের সেভাবে বন্ধুত্ব গড়়ে ওঠেনি বলে জানান মার্লিন।
বাবা উইনস্টোন ব্ল্যাকমোর, ১৫০ ভাই-বোন এবং ২৭ জন মাকে নিয়ে বিশাল পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না। সকলেই একই বাড়িতে থাকেন। তাদের সেই বাড়ির নাম মোটেল হাউস।
এতো বড় পরিবারের জন্য বাজার থেকে জিনিস কেনাও কতটা সমস্যার তাও তারা হাড়ে হাড়ে টের পান। সে জন্যই তাদের বাড়ির মধ্যেই শাকসবজির চাষ হয়।
GIPHY App Key not set. Please check settings