ঢাকাই সিনেমার অন্যতম লাস্যময়ী এবং আলোচিত নায়িকা পরীমণি। তার রূপে দিওয়ানা হয়নি এমন নেটিজেন খুব কমই আছে। কেবল রূপে নয় গুণেও পরী দেখিয়েছেন ব্যাপক মুন্সিয়ানা। তার অভিনয় জাদুতে দিশেহারা পরী ভক্তরা। এমনকি সোশাল মিডিয়ায় রয়েছে পরীর লাখ লাখ ভক্ত-অনুরাগী। তবে ভালো নেই পরীমনি। যেন মনের মতো মানুষ মিলছে না তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে এবং ক্যারিয়ার নিয়ে অনেক অব্যক্ত কথা বলেছেন পরী।
সাক্ষাৎকারটিতে আবেদনময়ী এই অভিনেত্রী বলেন, ‘মানুষ আমার প্রেমে পরে আমি পরি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।’
এসময় পরী বলেন, ‘খুব সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।’
জীবনকে কেমন করে দেখেন পরী এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না।’
কথা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি মরে যাইনি, পাগল হয়ে যাওয়ার কথা ছিল কারণ অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে। তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।’
নিজের প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয় পরী বলে তো আসলে পরীদের মতো জীবন যাপন না আমার মানুষের মতো জীবন যাপন করি। বাঁচতে ভালোবাসি আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে।’
এছাড়াও পরীমনি বলেন, ‘আমি সবার সাথে কথা বলতে পারিনা। আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দুই চার মিনিটেই বুঝে যাই আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।’
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings