টিকা নেওয়ার এক মাসের মাথায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন । আজ বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ছিলেন।
মাহমুদ উস সামাদ হাসপাতালে ৭ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন । এর আগে গত ১০ ফেব্রুয়ারি কোভিড-১৯–এর টিকা নিয়েছিলেন তিনি । সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন । জুলহাস আহমদ জানান মাহমুদ উস সামাদ সিলেট থেকে ঢাকায় আসেন ৭ মার্চ রাতে । এ সময় তিনি অসুস্থতা বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ৮ মার্চ সকালে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বিকেলে করোনা পজিটিভ ফল আসে। এরপর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে । বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ।
GIPHY App Key not set. Please check settings