in , ,

এবার বড় পর্দায় ওয়ার্ল্ড ডিজনি দক্ষিণ পূর্ব এশিয়ার গল্প নিয়ে ।

ওয়ার্ল্ড ডিজনি নতুন কাহিনী নিয়ে আবারো বড় পর্দায় হাজির । রায়া অ্যান্ড দা লাস্ট ড্রাগন বিভিন্ন দেশে মুক্তি পেতে শুরু করেছে । চলচ্চিত্রটি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে । তার অন্যতম কারণ, এবারই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার কোন নারী চরিত্র স্থান করে নিয়েছে ডিজনির কেন্দ্রীয় চরিত্রে।

ওয়ার্ল্ড ডিজনি এনিমেশন জগতে জনপ্রিয় নাম । তারা ৯০ বছর ধরে মনোমুগ্ধকর, শিক্ষনীয় একেকটি গল্প উপহার দিয়ে আসছে । মুল ধারার পাশাপাশি দর্শক হৃদয়ে রাজত্ব করছে ডিজনির নানা চলচ্চিত্র, চরিত্র। তবে ডিজনি বারই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার জনগোষ্ঠীর গল্প নিয়ে ছবি বানিয়েছে । রায়া অ্যান্ড দা লাস্ট ড্রাগন  ছবির নাম । দক্ষিণ পূর্ব এশিয়ার নারী চরিত্র রায়া নাম ভূমিকায় জায়গা করে নিয়েছে ।

রায়া মোয়ানা, ফ্রোজেনের মতোই নতুন শিক্ষণীয় বার্তা নিয়ে এসেছে । সে সমাজের বিভক্তি, মানুষে মানুষে বিভাজন দূর করে শান্তি ফেরার লক্ষ্যে মাঠে নামে । এই লড়াইয়ে পোশা প্রাণী টুকটুকের পাশাপাশি একে একে রায়ার সাথে যুক্ত হতে থাকে ড্রাগন সিসুসহ অন্যরাও ।

প্রায় ৬৭ কোটি মানুষের বাস দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশে । রায়া ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ চলচ্চিত্রে এই গোটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে ।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৬ ।

সাধারন গান কুইজ