in ,

ইরান থেকে জ্বালানি চাহিদা মেটাতে চায় পাকিস্তান

আঞ্চলিক দেশগুলোর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই জরুরী বলে মনে করে পাকিস্তান। এছাড়া ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিয়ে ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান।

বুধবার দেশটির রাজধানী ইসলামাবাদে দুই দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইমরান খান জ্বালানী ক্রয়ের ব্যাপারে বলেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানিসমৃদ্ধ দেশ। এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। 

পাক প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না। আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

বাইডেনের রাতের ঘুম কেড়ে নেবেন কিমের সুন্দরী বোন

যেসব কারণে কমে যায় আয়ু