ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এক ইসরাইলি গুপ্তচরসহ আরও কয়েকজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক গোয়েন্দা বিভাগ। সোমবার (৫ এপ্রিল) ইরানের গোয়েন্দা সদর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সূত্র রয়টার্স। ‘
গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলের এক গুপ্তচরকে আটক করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন গুপ্তচরকে আটক করা হয়েছে যাদের বাইরের দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশ রয়েছে। তবে তারা কোন দেশের সে বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। এসব গুপ্তচরদের গত ফার্সি বছরে আটক করা হয়েছে। ফার্সি বছর শুরু হয় ২১ মার্চ থেকে।
এছাড়াও তাকফিরি সন্ত্রাসী সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, পূর্ব আজারবাইজানে তাকফিরি সন্ত্রাসী নেই। সেখানে কোন তাকফিরি বাহিনীর কেউ আটক হয়নি।
উল্লেখ্য এর আগে ২০২০ সালে ইরান বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করে। তাদের সাথেও বিদেশি গোয়ান্দা সংস্থার যোগাযোগ ছিল বলে জানিয়েছিল তারা।
GIPHY App Key not set. Please check settings