in , ,

ইউটিউবের তৃতীয় ‘গোল্ডেন প্লে বাটন’ পেলেন আয়মান সাদিক

দেশের জনপ্রিয় তরুণ শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেটভিত্তিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এই প্রতিষ্ঠান ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকে। ফেসবুক ও ইউটিউবের পাশাপাশি এ ওয়েবসাইটে স্মার্টবুক, টেন মিনিট স্কুল ব্লগ, টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় পাঠ্য অন্তর্ভুক্ত ও জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা দান করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে তের লাখেরও বেশি সক্রিয় সদস্য আছে।

জনপ্রিয় এই তরুণ উদ্যোক্তা তার ইউটিউব চ্যানেল থেকে তিনটি ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) আয়মান সাদিকের ভেরিফাইড ফেসবুক পেইজে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনটি গোল্ডেন প্লে বাটনের ছবি দিয়ে ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তৃতীয় গোল্ডেন বাটনটি এখানে রয়েছে, আলহামদুলিল্লাহ’।

আয়মান সাদিক ২০১৫ সালে ১০ মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। এটা এমন একটি প্রতিষ্ঠান, যেখানে অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান শ্রোতাদের (যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে) জন্য দুই সহস্রাধিকের বেশি ভিডিও তৈরি করেছে।

ফেসবুক ও ইউটিউবের পাশাপাশি এ ওয়েবসাইটে স্মার্টবুক, টেন মিনিট স্কুল ব্লগ, টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় পাঠ্য অন্তর্ভুক্ত ও জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা দান করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে ১৩ লাখেরও বেশি সক্রিয় সদস্য আছে।

এছাড়াও জেএসসি, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, মডেল টেস্ট, ভিডিও লাইব্রেরি, লাইভ ক্লাস। জেএসসি, এসএসসি, এইচএসসির সব বিষয়ের বিনামূল্যে অনলাইন ক্লাস করা যাবে এখানে। বর্তমানে প্রতিষ্ঠানটি একাডেমিক, এডমিশন এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন পেইড কোর্স প্রদান করে থাকে।

আয়মান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি খান একাডেমি, টেড এবং কোর্সেরা দ্বারা প্রভাবিত হয়ে রবি ১০ মিনিটের স্কুলটি প্রতিষ্ঠা করেন।

একাডেমিক ছাড়াও তিনি অনুপ্রেরণার গল্প, পড়াশোনার টিপস, ক্যারিয়ার গাইডলাইনস, কিংবা লাইফ হ্যাকস নিয়েও ভিডিও তৈরি করেন।

আয়মান সাদিকের পদকের ঝুলিতে যোগ হয়েছে দেশি-বিদেশি অনেক পুরস্কার। সম্প্রতি তিনি সেফকিপার-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ ফেসবুক কন্টেন্ট নির্মাতা হিসেবে পুরস্কার পেয়েছেন। এর আগে দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড, ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে স্বীকৃতি অর্জন, বেসিস আইসিটি পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন।

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

যেসব কারণে ঢেঁড়স খাবেন

ফেসবুকে বিভ্রাট, ইন্টারনেটে ধীরগতি