মানুষ কয় প্রকার, প্রত্যেকটা মানুষ যেমন দেখতে ভিন্নও রকম ঠিক তেমনি একেকটা মানুষ একেকে রকম। মানুষ সম্পর্কে জানতে হলে আপনাকে অনেক ধরনের মানুষের সাথে মিশতে হবে। কারো কথা আপনার ভাল লাগবে, কারো কথা খারাপ, কারো কথা শুনলে হবে অবাক, আবার কারো কথা শুনলে আপনি হবে হতবাক।আর তাদের স্বভাব চরিত্র ও ভিন্নও রকম। তাই মানুষ সম্পর্কে কিছু ধরানা দেওয়া যাক।
#1 সহজ মানুষ
#2 ট্যারা টাইপ মানুষ।
#3 লাজুক মানুষ
এদের মনটা বলতে গেলে অনেক পরিষ্কার, এদের সমস্যা হচ্ছে এরা খুব লাজুক। সব কিছুতেই এরা একটু বেশি লজ্জা পায়। এরা আবার একটু চাপা স্বভাবের ও বটে। এদের সম্পর্কে আপনি অনেক বছর এক সাথে থাকলে ও জানতে পারবেন না অনেক কিছু তার নিজের সম্পর্কে। তবে এদের মন খুব উদার। আপনি কোন কিছু চাইলে যদি তার দেওয়ার মতো হলে সে না বলতে পারে না।
Leave a Reply
#4 সাহসী মানুষ
#5 গুতিবাজ মানুষ
#6 পরোপকারী মানুষ
#7 স্বপ্ন মানব
#8 হাড়কৃপণ মানুষ
এরা হচ্ছে এমন একটা উধাহরন না দিলে বোঝানো যাবে না। বৃষ্টির দিনে হাঁটতে হাঁটতে পা পিছলে পরে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে গেছে। সাথে সাথে মানুষজন ধরা ধরা করে ডাক্তারের কছে নিয়ে যাচ্ছে। ঐ সময় তিনি বলেতে থাকেন অহহ বাপরে গেলাম রে… ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন যান, কিন্তু সস্তা কোন ডাক্তার কাছে নিয়ে যান।
Leave a Reply
This post was created with our nice and easy submission form. Create your post!