আগেই ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন,পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।এমন খবরে তোলপাড় উঠে সারাবিশ্বে।
ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।এরই মধ্যে পর্তুগীজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো।
সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, ‘রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তাঁর সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামি ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন।
খবর চাউর হওয়ার পরেই সারা বিশ্বে উঠে তোলপাড়।সম্প্রতি সিআর সেভেন ও তার স্ত্রী জরজিনার রদ্রিগেজের হিজাব পড়া ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ধর্মীয় পোশাক পাঞ্জাবি,বোরখা পরিহিত অবস্থায় রোনাদো ও তাঁর স্ত্রী প্যালেস্টাইনে আল আকসায় ছবি তুলছেন ।তার পরই সারাবিশ্বে গুঞ্জন উঠে সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রোনালদো।
ফ্যাক্ট চ্যাক রিউমার স্ক্যানার এখনো খবরটির সত্যতা নিশ্চিত করে নি|
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings