মুক্তির পর ২৬ বছর পেরিয়ে গেছে। তবে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছে জন ম্যাথু মাথানের সিনেমা ‘সারফারোশ’। গল্প, চিত্রনাট্য আর নির্মাণ মিলিয়ে নব্বইয়ের দশকের অন্যতম সেরা হিন্দি সিনেমা মনে করা হয় এটিকে। কেবল সিনেমাই নয়, এর গানগুলোও মনে রাখার মতো। বিশেষ করে ‘জো হাল দিল কা’ গানে বৃষ্টিতে আমির খান ও সোনালি বেন্দ্রের আবেদনময় উপস্থিতি নিয়ে এখনো চর্চা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বহুল আলোচিত গানটির শুটিং নিয়ে কথা বলেছেন সোনালি।
বৃষ্টিতে পশ্চিমঘাট পর্বতমালায় গানটির শুটিং হয়েছিল। এখনো হিন্দি সিনেমায় বৃষ্টির গান নিয়ে কথা উঠলেই আসে ‘জো হাল দিল কা’র নাম। গানটির শুটিং হয়েছিল বৃষ্টি মেশিনের সাহায্যে নয়, সত্যিকারের বৃষ্টিতে।
টানা কয়েক ঘণ্টা বৃষ্টিতে শুটিং করতে করতে ঠান্ডায় কাঁপতে শুরু করেন নায়ক-নায়িকা। তবে এমন উষ্ণতায় ভরা গানে নায়ক-নায়িকা শীতল হয়ে পড়লে চলবে কী করে! তাই টোটকা ছিল শুটিংয়ের টিমের কাছে।
হিন্দুস্তান টাইমসে সোনালি জানান, শুটিং টিমের কয়েকজন বুদ্ধি করে নায়ক-নায়িকার পায়ে পানীয় ঘষতে থাকেন, যা তাঁদের শরীরে উত্তাপ বজায় রাখে। এই কৌশল নাকি বেশ কাজে দিয়েছিল, জানান অভিনেত্রী।
সোনালি এরপর একাধিক ছবিতে অভিনয় করলেও ‘সারফারোশ’-এর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি। এ নিয়ে আফসোসও আছে তাঁর। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ক্যারিয়ারের ওই পর্যায়ে তিনি ততটা সিরিয়াস ছিলেন না। তাঁর উচিত ছিল, সহ-অভিনেতা আমির খানকে দেখে শেখা।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings