in

আজ বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ

Bangladesh's cricketers celebrate after the dismissal of West Indies' Kraigg Brathwaite (not pictured) during the third day of the second Test cricket match between West Indies and Bangladesh at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka in February 13, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

সবকিছু নির্ভর করছে আজকের ম্যাচের উপর। পাল্লেকেলেতে আজ বিকাল ৩টায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। জয় পেলে প্রথম বারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ছিল দৃঢ়তা। বিশেষ করে তানভীর ইসলামের পাঁচ উইকেট ও শামীম হোসেন পাটোয়ারির চমকপ্রদ বোলিং দলকে এনে দেয় আত্মবিশ্বাস। আজ সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় মেহেদী হাসান মিরাজের দল। তবে ম্যাচ নিয়ে সবচেয়ে বড় শঙ্কা-আবহাওয়া। পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগের দুই বারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এবারও যদি এমন কিছু ঘটে, তাহলে তৃতীয় বারের মতো হতাশ হতে হবে বাংলাদেশকে।

শ্রীলঙ্কাও চায় ঘরের মাঠে সিরিজ হাতছাড়া না করতে। দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চাপে থাকলেও আজ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত লঙ্কানরা। জমজমাট এক ফাইনালের অপেক্ষায় দুই দল। প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার পিঠে দ্বিতীয় ম্যাচে দেখা গেছে লায়নদের ব্যাটিং ব্যর্থতা। শেষ ম্যাচের আগে তাই দুই দলের ব্যাটাররা দিয়েছেন বাড়তি মনোযোগ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ-আসালাঙ্কারা। এবার সেটিই মাঠে প্রয়োগের অপেক্ষা।

গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি বলেছেন, ‘কলম্বো থেকে পাল্লেকেলেতে আলাদা উইকেট থাকবে, সকলেই সেটি জানি। বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুবই ভালো বল করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি ভালো কিছু হবে।’

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Sultana

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

সাইপ্রাসে একের পর এক বাড়ি কিনছে ইসরায়েলিরা, ‘জাতীয় হুমকি’ দেখছে